‘বিএনপি ক্ষমতায় গেলে সকল বৈষম্য দূর করা হবে’
- রংপুর ব্যুরো
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১২
বিএনপি ক্ষমতায় গেলে সকল বৈষম্য দূর করা হবে মন্তব্য করে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, ‘জুলাই আন্দোলনে রংপুরে নেতৃত্ব দিয়েছে হারাগাছের মানুষ। এমদাদুল হক ভরসার নেতৃত্বে কাউনিয়া-পীরগাছার উন্নয়ন সাধিত হবে।’
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের হারাগাছা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার আলোচনায় তিনি একথা বলেন।
এ সময় হারাগাছা পৌর বিএনপির আহ্বায়ক মোনায়েম হোসেন ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসা, জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও জেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ সময় সভাপতি হিসেবে মোনায়েম হোসেন ফারুককে সভাপতি ঘোষণা দেয়া হয়। আগামী কাল নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা