লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত ১
- সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪
লালমনিরহাটের হাতিবান্ধায় উপজেলায় ট্রাকচাপায় মো: সোহেল রানা নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সূচনা সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল লালমনিরহাট জেলা শহরের কলেজ বাজার এলাকার শমসের আলীর ছেলে বলে জানা গেছে।
ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানায়, পোলার আইসক্রিম বিক্রয় প্রতিনিধি মো: সোহেল পেশাগত কাজের উদ্দেশে হাতিবান্ধা উপজেলা শহর থেকে বড়খাতার উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সোহেল নিহত হন।
নিহতের চাচাতো ভাই রিপন জানান, হাতিবান্ধা উপজেলায় জীবিকার তাগিদে আইসক্রিম কোম্পানিতে চাকরি করতেন সোহেল।
হাতিবান্ধা হাইওয়ে থানা পুলিশ সড়ক দুর্ঘটনায় সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা