০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

টানা শৈত্যপ্রবাহে থমকে গেছে কুড়িগ্রামের শ্রমজীবীদের জনজীবন

- ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাসহ গোটা জেলায় শীতের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। মাঘ মাসের শুরু থেকেই উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ প্রবল আকার ধারণ করেছে, যা শ্রমজীবী মানুষের জীবনযাত্রাকে প্রায় অচল করে দিয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবু কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা ও সকালে সূর্যের অনুপস্থিতির কারণে মানুষের দুর্ভোগ কমেনি।

বিশেষ করে, নিম্ন আয়ের কৃষক ও দিনমজুরদের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠেছে। প্রচণ্ড শীতে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রতিদিনের মতো কাজে বের হতে না পারায় অনেকেই অর্থ কষ্টে ভুগছেন। ভোরের দিকে ঘন কুয়াশা আর শিশিরের কারণে চারপাশ ভিজে থাকছে, যা চলাফেরাকে আরো দুরূহ করে তুলেছে। প্রচণ্ড ঠান্ডার কামড়ে হাত-পা ঝিনঝিন করছে, আর পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন।

নাগদাহ গ্রামের কৃষক সোবান মিয়া বলেন, ‘আমাদের দিনে কাজ না করলে খাবার জোটে না। কিন্তু এই শীতে কাজ করাও কঠিন হয়ে পড়েছে।’

আটিয়াবাড়ী গ্রামের দিনমজুর রহিম জানান, ‘এই হাড়কাঁপানো শীতে শরীর কাবু হয়ে যায়। কিন্তু পেটে খাবার তুলতে হলে কাজ করতেই হবে।’

স্থানীয়দের দাবি, সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। দরিদ্র ও অসহায় মানুষদের জন্য আরো বেশি উদ্যোগ নেয়া প্রয়োজন।

স্থানীয়রা আশাবাদী, সরকারি উদ্যোগ ও সহমর্মী মানুষের সহযোগিতার মাধ্যমে এই কঠিন পরিস্থিতি কিছুটা হলেও মোকাবিলা করা সম্ভব হবে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ শনিবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ঈশ্বরগঞ্জে আইসক্রিম কারখানায় আগুন নির্বাচন ছাড়া অন্য বিষয়ে সরকারের আগ্রহ সন্দেহজনক : গয়েশ্বর দেশে ফিরলেন খালেদা জিয়ার ৪ চিকিৎসক যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু : জরুরি তদন্তের নির্দেশ সরকারের ভারতে অনুপ্রবেশের চেষ্টা : পঞ্চগড়ে দালাল ও শিশুসহ তিন বাংলাদেশী আটক চৌগাছায় পেঁয়াজ চাষে লোকসান, উঠছেনা উৎপাদন খরচ যে কারণে বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা বন্ধ করছে সুইস সরকার হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, ছাত্ররা ক্যাম্পাসে : রিজভী যুবদল নেতার মৃত্যু : ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন ‘দুর্বল তদন্ত ও অপেশাদার প্রসিকিউশন ন্যায়বিচারের অন্যতম অন্তরায়’

সকল