বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন
- আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট
- ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮
বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে লালমনিরহাটের কাকিনা রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে মানববন্ধন করেছে স্থানীয় জনগন ।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে বুড়িমারী-ঢাকা রেলরুটে চলাচলকারী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের কাকিনায় যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করা হয়।
কাকিনা নাগরিক কমিটির পক্ষ থেকে অবরোধ ও মানববন্ধনের আয়োজন করা হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরা কাকিনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও রেললাইনের ওপর জড়ো হন। তারা লালমনিরহাট থেকে ছেড়ে আসা বিশেষ পর্যবেক্ষণ ট্রেন থামিয়ে দাবির পক্ষে বক্তব্য ও স্লোগান দিতে থাকেন। পরে ট্রেনে অবস্থান করা বাংলাদেশ রেলওয়ের সরকারী পরিদর্শক ফরিদ আহমেদ, ট্রেন থেকে নেমে এসে স্থানীয়দের সাথে কথা বলে ট্রেনটির যাত্রা বিরতির আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়েছে।
কর্মসূচিতে বক্তব্য দেন জানে আলম বুলু, জরিফ উদ্দিন দুলু, সালেহ উদ্দিন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রভাব খাটিয়ে ডি-গ্রেডের তুষভাণ্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস বিরতির সুযোগ করে দিয়েছিলেন। বি-গ্রেডের রেলওয়ে স্টেশন হওয়া সত্ত্বেও কাকিনায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতি নেই। এতে স্থানীয় জনগণের ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে লালমনিরহাটের কাকিনা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতি দিতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা