এবারের ভোট হবে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার ভোট : নির্বাচন কমিশনার
- নীলফামারী প্রতিনিধি
- ২৭ জানুয়ারি ২০২৫, ১২:০৩, আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:০৫
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অব:) বলেছেন, ‘এবারের ভোট হবে আমাদের অধিকার স্থায়ীর ভোট। এবারের ভোট হবে গণতন্ত্র প্রতিষ্ঠার ভোট। নির্বাচনে মানুষের আগ্রহ সৃষ্টির ভোট।’
আজ সোমবার সকালে নীলফামারী সরকারি কলেজ হলরুমে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।
এ সময় নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো: সানাউল্লাহ বলেন, ভোট হচ্ছে সমন্বিত ইচ্ছার ও উন্নয়নের প্রতিফলন। একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে সমাজের স্থিতিশীলতা ফিরে আসে।
তিনি বলেন, আগের ভোটার তালিকা কৌতুকের পর্যায়ে নিয়ে গেছে। কেউ বলেছে ভৌতিক ও কেউ বলেছে ভূয়া। একেক মানুষ আগের ভোটার তালিকা নিয়ে নানাভাবে কৌতুক করেছে। ভালো ও সুন্দর নির্বাচনের পূর্ব শর্ত হলো ভালো ও নির্ভূল একটি ভোটার তালিকা। এবার আমরা সেই কাজটি করছি।’
তিনি প্রতিটি বাড়িতে যেয়ে নির্ভুলভাবে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রতি আহ্বান জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা