নির্ধারিত সময়ের আগেই বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৫২
নির্ধারিত সময়ের ১০ দিন আগেই দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ১৩০৫ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাত ১২টা থেকে ওই খনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়।
বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক খান মোহাম্মদ জাফর সাদিক জানান, পুরনো ফেইজ থেকে নতুন ফেইজে যন্ত্রপাতি প্রতিস্থাপন শেষে নির্ধারিত সময়ের ১০ দিন আগেই ১৩০৫ নম্বর ফেইজে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।
এর আগে, ১৪১৪ নম্বর ফেইজের উত্তোলনযোগ্য কয়লার মজুত শেষ হওয়ায় গত বছরের ৩০ নভেম্বর থেকে উত্তোলন বন্ধ রাখা হয়েছিল বলে জানান তিনি।
এ কর্মকর্তা জানান, ১৩০৫ নম্বর ফেইজে উত্তোলন শুরুর প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে দৈনিক দেড় থেকে ২ হাজার ও পরে ৩ থেকে সাড়ে ৩ হাজার টন কয়লা উত্তোলনের আশা করা যাচ্ছে। আগামী জুন মাস পর্যন্ত এই ফেইজে ৩ লাখ ৯৫ হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া উত্তোলিত কয়লা পাশের তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে বলেও জানান খনির মহাব্যবস্থাপক।
তিনি আরো জানান, এর আগে গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ১৪১৪ নম্বর ফেইজ থেকে ৩ লাখ ৯৫ হাজার টন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রায় ৪ লাখ ৮১ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা