২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

সাঘাটায় রেলব্রিজের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সাঘাটায় রেলব্রিজের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - ছবি - নয়া দিগন্ত

গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর গ্রামের সন্যাসদহ রেলব্রিজের উত্তর পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার সময় অজ্ঞাতনামা এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পদুমশহর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশে লাশ দেখতে পেয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা করেন। পরে বোনারপাড়া রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়।

বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো: মাসুদ আর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও লাশের পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।


আরো সংবাদ



premium cement

সকল