নীলফামারীতে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা
- নীলফামারী প্রতিনিধি
- ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৫
নীলফামারীতে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশাপাত। আজ শনিবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত চলে এ অবস্থা। সেইসাথে হাড় কাঁপানো শীতে কাহিল হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন।
এদিকে গত চার দিন ধরে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার সাথে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। এ অবস্থায় দরিদ্র, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন পড়েছে ভয়াবহ দুর্ভোগে। স্বাভাবিক কাজে নেমে এসেছে স্থবিরতা। তীব্র শীতের কারণে নিম্ন আয়ের মানুষজন কাজে যেতে না পারায় পরিবার নিয়ে নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। গরম কাপড়ের অভাবে অনেকে দিনভর খড়কুটে জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।
নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুটি গ্রামের কৃষিশ্রমিক আবদুল হাকিম জানান, ঘন কুয়াশার কারণে সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না। ভোররাত থেকে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। কাজে গেলে শরীর ভিজে যাচ্ছে কুয়াশায়। তাই দু’দিন ধরে কাজে যেতে পারিনি। হাড় কাঁপানো শীত আর হিমেল বাতাসে মানুষজনের পাশাপাশি জবুথুব হয়ে পড়েছে গবাদিপশু। চট গায়ে দিয়ে দিনভর তাদের রাখা হচ্ছে ঘরে।
সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, ঘন কুয়াশার কারণে আজ শনিবার সকালে বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল ১০০ মিটার। এ কারণে সকাল ৮টার দু’টি ফ্লাইটের ওঠা-নামা বিঘ্ন ঘটে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, আজ সকালে নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০ ডিগ্রি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা