২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

পঞ্চগড়ে ফের মৃদু শৈত্যপ্রবাহ

- ছবি : বাসস

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। কয়েক দিনের ব্যবধানে আবারো শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং গতিবেগ ছিল ১১ থেকে ১২ কিলোমিটার।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে এ এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান ছিল মাত্র ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের দাপট। সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে শীত তীব্র হতে থাকে।

কনকনে শীতে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। সময়মতো কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। বিপাকে যানবাহন চালকরাও। সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আকাশের উপরিভাগে মেঘ এবং ঘন কুয়াশার কারণে শীত বেশি অনুভুত হচ্ছে। জানুয়ারি মাস জুড়ে এমন শীত থাকবে বলেও জানান তিনি। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’ জারি কুয়াশায় বিমান, নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে : আবহাওয়া অধিদফতর আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে কনস্টেবলকে পুলিশে দিলো জনতা জালেমরা পালিয়েছে, ইনসাফ প্রতিষ্ঠা হবেই : জামায়াত আমির বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশীর বিএনপি কারো কথার দায়িত্ব বহন করে না : মির্জা আব্বাস সোনাগাজীতে স্টেশন মাস্টারকে ছিনতাই, গ্রেফতার ৩ চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন : ট্রাম্প উপদেষ্টাদের কেউ কেউ রাজনৈতিক দল করার চেষ্টা করছেন : রিজভী ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যেতে হবে : অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ

সকল