লালমনিরহাটে আ’লীগ নেতার অবৈধ সম্পদ জব্দের নির্দেশ
- সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট
- ২৩ জানুয়ারি ২০২৫, ২০:৫৮
লালমনিরহাটে আদালতের নির্দেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুন্ডি সুমন খানের সম্পদ ক্রোক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের একটি টিম সুমন খানের খান হোটেলসহ কয়েকটি ভবন বুঝে নিয়ে সেখানে সরকারি ব্যানার ঝুলিয়ে দিয়েছেন।
সুমন খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ একাধিক মামলা রয়েছে। আদালতের আদেশ অনুযায়ী সম্পদগুলো ক্রোক করা হয়। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে তিস্তার টোল প্লাজা এলাকা থেকে ঢাকাগামী স্লিপার নৈশ কোচ থেকে পুলিশের একটি টিম সুমন খানকে আটক করে হত্যা, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী বর্তমান বাড়ি, নির্মাণাধীন বাড়ি ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভবনগুলো বুঝে নিয়েছি এবং সেগুলোকে সরকারি মালিকানাধীন হিসেবে চিহ্নিত করা হয়েছে। একজন জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশিত একটি কমিটির মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। এ বিষয়ে সুমন খানের পরিবারের পক্ষ যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, লালমনিরহাটের সন্ত্রাসী সুমন খান ওরফে হুন্ডি সমন খানের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধানে তার ব্যাংক অ্যাকাউন্টে দুইশত সাঁইত্রিশ কোটি উনপঞ্চাশ লাখ আটচল্লিশ হাজার সাতশত ষাট টাকা এবং স্ত্রী মোছা: নাহিদা আক্তার রুমা (৪২)-এর ব্যাংক অ্যাকাউন্টে চার কোটি উনচল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার তিনশত দশ টাকার ও কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে একশত ছিয়াশি কোটি পঁচানব্বই লাখ একষট্টি হাজার একশত সাতাশ টাকা পাওয়া যায়। বৈধ আয়ের উৎস না থাকলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের জমা, স্থানান্তর ও রুপান্তর করা হয়। এসব অপরাধে ২০১৫ সালের মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় তাদের তিনজনের বিরুদ্ধে মামলা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা