দেবীগঞ্জে বৃষ্টির মতো পড়ছে শিশির বিন্দু
- শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়)
- ২৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৩
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় গত কয়েকদিন থেকে চলছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢেকে পড়ছে রাস্তা। গতকাল বুধবার বিকেল থেকেই পড়ছে শিশির বিন্দু। রাস্তা ভিজে গেছে কুয়াশায়। বাইরে বের হলেই শরীর ভিজে যাচ্ছে কুয়াশায়, যা বৃষ্টির মতো মনে হচ্ছে।
ঘন কুয়াশা থাকায় দেবীগঞ্জে বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। তীব্র শীতে নিম্ন আয়ের লোকজন কাহিল হয়ে পড়েছে। দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।
গরম কাপড়ের অভাবে অনেক দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেন না। কাজে যোগ দিতে না পারায় ভয়াবহ দুর্ভোগে পড়েছে।
এদিকে সকালে রোদের তীব্রতা বাড়লেও বিকেল হতে না হতেই শুরু হয় উত্তরের হীম বাতাস ও সেইসাথে বাড়ছে তীব্র শীত। রাত থেকে সকাল পর্যন্ত গুঁড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। লোকজন সন্ধ্যার পরই বাজারের কাজ শেষ করে বাড়িতে চলে যাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা