২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস : তদন্ত কমিটি গঠন

ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী - ছবি : নয়া দিগন্ত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তানজিউল ইসলাম জীবনকে আহ্বায়ক, গণিত বিভাগের শিক্ষক মো: হান্নান মিয়াকে সদস্যসচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো: ইলিয়াছ প্রামানিককে সদস্য করে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শওকাত আলী এই কমিটি গঠন করেন।

এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী গণিত বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী মিড পরীক্ষায় অংশ না নিয়েও ২১ নাম্বার পান এবং ঐ কোর্সে পাস করিয়ে দেয়ারও অভিযোগ উঠেছে একই বিভাগের কোর্স শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে। তবে ওই শিক্ষক বিষয়টি অস্বীকার করেছেন।

এ ঘটনাটি জানাজানি হলে ক্যাম্পাসে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ায় মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে।

জানা যায়, অভিযুক্ত শিক্ষক রুহুল আমিনকে বিশ্ববিদ্যালয়ের অর্থ দফতরের পরিচালক করা হয়। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদের সমন্বয়ক করায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনতিবিলম্ব এ শিক্ষকের অপসারণ দাবিও করেছেন শিক্ষার্থীরা।


আরো সংবাদ



premium cement