ভূরুঙ্গামারীতে ব্রিজের নিচ থেকে জমজ নবজাতকের লাশ উদ্ধার
- ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ২১ জানুয়ারি ২০২৫, ২১:২৯
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বেইলি ব্রিজের নিচ থেকে জমজ দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচ থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ব্রিজের নিচের জলাশয়ে গ্রামবাসীদের কয়েকজন গোসল করতে গিয়ে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের লাশ ভেসে থাকতে দেখতে পায়। অল্প দূরে জলাশয়ের তীরে শুকনো স্থানে আরেকটি নবজাতকের লাশ পড়েছিল। এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ওই ব্রিজ এলাকায় জড়ো হতে থাকে। পরে বিষয়টি নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় অবগত করলে পুলিশ বিকেলে লাশ দু’টি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সিদ্দিক আলী বলেন, ‘লাশ দেখে মনে হচ্ছে শিশু দু’টির বয়স পাঁচ থেকে ছয় মাস হবে। দু’টিই কন্যা শিশু। শিশু দু’টি হয়তো জমজ ছিল। কে বা কারা ফেলে গেছে তা জানা যায়নি।’
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন বলেন, গর্ভপাতের পর কেউ হয়তো ভ্রুণ দু’টি ফেলে গেছে।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ইউনিয়ন পরিষদ চেয়াম্যানের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা