ফুলবাড়ীতে মাটি ভর্তি ট্রলির চাপায় শিশু নিহত
- ফুলবাড়ী (কুড়িগ্রাম)সংবাদদাতা
- ২১ জানুয়ারি ২০২৫, ১৮:২৩
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাটি ভর্তি ট্রলির চাপায় সোহাগ (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর ইউনিয়নের চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ওই এলাকার বাসিন্দা বিপ্লব মিয়ার ছেলে। এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রখানা চিনাবাড়ী সড়কের পাশে থাকা অবস্থায় শিশুটিকে মাটি ভর্তি একটি ট্রলি চাপা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হোমায়রা তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা