রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল দাবিতে মানববন্ধন
- রংপুর ব্যুরো
- ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৩১
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের দেয়া নাম, মানি না মানবো না,’ ‘পরিবর্তন নয়, প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়।
এতে বক্তব্য রাখেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন, রহমত আলী, আশিকুর রহমান এবং সাকিব প্রমুখ।
এ সময় তারা বলেন, আমরা নাম পরিবর্তন চাই না। আমরা চাই প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল। কারণ ফ্যাসিবাদী হাসিনা দায়িত্ব নিয়েই অত্যন্ত পরিকল্পিতভাবে রংপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। বেগম রোকেয়া সরকারি কলেজ নামে আরো একটি প্রতিষ্ঠান থাকায় নাম নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ি। আমরা চাই মহিয়সী নারী বেগম রোকেয়ার নামে ভিন্ন বিশ্ববিদ্যালয় হোক। একই সাথে রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালুরও দাবি জানান তারা। দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।