১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

পণ্য রফতানিতে উৎসাহিত করতে ব্রাজিল-বাংলাদেশ চেম্বারের মতবিনিময়

আজ রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-বিবিসিসিআই-এর প্রতিনিধি দল। - ছবি : নয়া দিগন্ত

বাণিজ্য ঘাটতি মোকাবেলায় বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের পণ্যের বাজার ব্রাজিলে তৈরি করতে রংপুর রিপোর্টার্স ক্লাবের সাথে মতিবিনময় করেছে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-বিবিসিসিআই-এর প্রতিনিধি দল।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভিয়ারা জানজি, বিবিসিআইয়ের পরিচালক ইমরান চৌধুরী, মহাসচিব, জয়নাল আবদীন।

ক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক বক্তব্য রাখেন।

এ সময় ব্রাজিলে ২ বিলিয়ন আমদানি ঘাটতি মোকাবেলায় বাংলাদেশী পণ্যের বাজার সৃষ্টি করতে স্থানীয় চেম্বার এবং ব্যবসায়ী সমিতিগুলোকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণে প্রান্তিক পর্যায়ে বিবিসিসিআই কাজ করছে বলে জানান প্রতিনিধি দল। এর আগে সকালে রংপুর চেম্বারের সাথে মতবিনিময় করেন তারা।


আরো সংবাদ



premium cement