১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাটের মানচিত্র - ছবি : সংগৃহীত

লালমনিরহাটে ড.মিজানুর রহমান আজহারীর মাহফিল থেকে বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে মো: রাজ মিয়া (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধায় জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া বুড়িমারীগামী ট্রেনের ছাদ থেকে পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত মো: রাজ উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর-মুশরত এলাকার মো: মহুবার রহমানের ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজ মিয়া লালমনিরহাট শহর থেকে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যথাযথ আইনী প্রক্রিয়া শেষে রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হবে।’


আরো সংবাদ



premium cement