১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

লালমনিরহাটে আজহারীর মাহফিল, রেল বিভাগের অতিরিক্ত ১৭ ট্রেন

লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল - ছবি : নয়া দিগন্ত

জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী শনিবার (১৮ জানুয়ারি) লালমনিরহাটের মাহফিলে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। এ মাহফিলকে ঘিরে ইতোমধ্যে লালমনিরহাট ও আশপাশের জেলাগুলো জুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে। তাদের চাপ সামাল দেয়ার জন্য মাহফিল কমিটির পরামর্শে রেল বিভাগ অতিরিক্ত আরো ১৭ ট্রেন চালু করেছে। এ ট্রেনগুলো শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে চলাচল শুরু করেছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট পৌঁছে যোহরের নামাজ শেষে বয়ান পেশ করার কথা রয়েছে মিজানুর রহমান আজহারীর।

মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মো: রেনায়েল আলম রেল বিভাগের অতিরিক্ত এ ট্রেন সুবিধা চালুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া, রংপুর বিভাগের ৮ জেলা থেকে শত শত বাস লালমনিরহাট আসার খবর জানা গেছে।

লালমনিরহাট জেলা মটর মালিক সমিতির বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শনিবার জেলায় আজহারীর মাহফিলকে কেন্দ্র করে ট্রাকও চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

এ মাহফিলে কমপক্ষে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে আয়োজক কমিটি। মূল প্যান্ডেল ছাড়াও মোট পাঁচটি মাঠ প্রস্তুত রাখা হয়েছে।

মাহফিল ঘিরে তৎপর লালমনিরহাটের আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীসহ রয়েছে আয়োজকদের স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী।

ইসলামিক সোসাইটি লালমনিরহাট-এর আয়োজনে ঐতিহাসিক এ মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।


আরো সংবাদ



premium cement