বাড়ির সামনে খেলছিল শিশু, গাড়ির চাপায় নিহত
- রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা
- ১৭ জানুয়ারি ২০২৫, ২২:০৪, আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ২৩:২১
ঠাকুরগাঁও সদরের রাজাগাঁওয়ে গাড়ির চাপায় আট বছর বয়সী এক শিশুর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজাগাঁও ইউনিয়নপর বাদিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম শিহাব। তার বাবার নাম ফরহাদ হোসেন। মা সুমি আক্তার। রুহিয়া থানার সেনিহাড়ী এলাকায় তারা বসবাস করেন। নিহত শিশু শিহাব রাজাগাঁওয়ে বাবা-মায়ের সঙ্গে নানার বাড়ি এসেছিল। তার নানার নাম আব্দুস ছামাদ।
ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, বাড়ির সামনে ঈদগাহ মাঠে খেলা করার সময় শিশুটিকে গাড়ি চাপা দেয়।
বাদিয়া মার্কেট এলাকার বাসিন্দা খায়রুল ইসলাম জানান, ফরহাদ-সুমি দম্পতির একমাত্র সন্তান শিহাব। বাড়ির সামনে খেলা করছিল সে। এসময় গাড়িটি তাকে চাপা দেয়। কয়েকজন বাচ্চা আমাকে এসে বলে শিহাব ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, তখনই আমি গিয়ে দেখি একজন শিহাবকে চলন্ত গাড়িতে তুলছে। আমি দৌড় দিয়ে মাইক্রো গাড়ির চাবি বন্ধ করে দেই। পরে স্থানীয়রাসহ ড্রাইভার ও সাথে থাকা অপরজনকে শিহাবের নানার বাড়িতে আটকে রাখা হয়।
মাইক্রোবাসটির (ঢাকা মেট্রো-চ ১১-৯৯-০০) ড্রাইভার মুশফিকুর রহমান বিশাল ঠাকুরগাঁও সদরের রুহিয়া এলাকার জুয়েল রানার ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বিশাল বলেন, গাড়ি ভাড়া হয়েছিল। ড্রাইভার না থাকায় আমিই গাড়ি নিয়ে এসেছিলাম। গাড়ির হেলপার দাবি করা অপরজন একই এলাকার রেজাউল ইসলামের ছেলে জীবন ইসলাম। তিনিও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
দুর্ঘটনার খবর পেয়ে মাইক্রোবাসটির মালিক জুয়েল রানা ঘটনাস্থলে এলে তাকেও আটকে দেয় স্থানীয় জনগণ। জুয়েল রানা জানান, তিনি রেলওয়ের (ম্যাক্স) চাকরি করেন। ছুটিতে বাসায় এসেছেন। এলাকার আশেপাশে গাড়ি ভাড়া হলে তার ছেলে বিশাল গাড়ি নিয়ে যায়।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, নিহতের বাবা ফরহাদ হোসেনের কাছে লাশ তুলে দেয়া হয়েছে। আটকে রাখা মাইক্রোবাসটিসহ তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা