১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

মাতৃভূমি রক্ষায় যোগ্য নেতৃত্বের বিকল্প নেই : ভিপি নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর - ছবি : নয়া দিগন্ত

মাতৃভূমি রক্ষায় যোগ্য নেতৃত্বের বিকল্প নেই মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘দেশের সঠিক নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা নিয়ে কাজ করতে হবে। আমরা ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করেছি। আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করেছিল। আগামীতে কোনো সরকার যাতে এমন করতে না পারে, সেজন্য জনগণকে সচেতন থাকতে হবে।’

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘ভারতের আশীর্বাদপুষ্ট আওয়ামী পরিবারতন্ত্র দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। সেই অন্যায়ের জবাব দিয়েছে ছাত্র-জনতা। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সূচনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে।’

বাংলাদেশ-ভারত সীমান্তে ফেলানী হত্যার বিষয়ে তিনি বলেন, ‘১৪ বছরেও সীমান্তে ফেলানী হত্যার বিচার হয়নি। যা আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে। আমরা এই অন্যায় কোনোভাবেই মেনে নিতে পারি না।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নুর বলেন, ‘এই সরকারকে দায়িত্ব দেয়া হয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য। যদি তারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে তাদেরও ছাড় দেয়া হবে না। গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।’

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সচিব মাসুদ রানা মোন্নাফ, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নূরে এরশাদ সিদ্দিকীসহ অন্য নেতারা বক্তব্য দেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও কুড়িগ্রাম জেলার আমির আব্দুল মতিন ফারুকীও সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং কুড়িগ্রাম জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ হোসেন কামাল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement