সাবেক এমপি রেজিনা ইসলামের ইন্তেকাল
- দিনাজপুর প্রতিনিধি
- ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:০৯
দিনাজপুরের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেজিনা ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি তিন মেয়ে রেখে গেছেন।
শুক্রবার আসর নামাজের পর শহরের লালবাগ দাখিল মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে লালবাগ গোরস্থানে দাফন করা হয়। এ সময় নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমার ছোট ভাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কর্মকর্তা জাহিদুর রহমান আমিন।
এ সময় জানাজা নামাজে বিএনপি, জামায়াতে ইসলামী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মরহুমা রেজিনা ইসলামের ছোট ভাই হাবিপ্রবি কর্মকর্তা জাহিদুর রহমান আমিন জানান, ‘ঢাকা থেকে দিনাজপুরে ফিরছিলেন রেজিনা ইসলাম। পথে জেলার বিরামপুর উপজেলায় পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে একটি অ্যাম্বুলেন্সে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়। পরে ভোর ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রেজিনা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর আমির সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। এ সময় নেতারা তার রুহের মাগফিরাত কামনা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা