১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

- ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আরশি খাতুন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সুড়িরডারা মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো তিন অটোযাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুড়িরডারা পাড় এলাকার বাসিন্দা এজাবুল হক তার কন্যা শিশু আরশিকে নিয়ে দোকানে আসছিলেন। শিশুটি বিস্কুট নিয়ে বাড়ি ফেরার পথে রাণিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় ওই অটোরিকশায় থাকা আরো তিনযাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরশিকে মৃত্যু ঘোষণা করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুররহমান বলেন, ‌‌‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থাপ্রক্রিয়াধীন।’


আরো সংবাদ



premium cement