১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

বিজিবি বাধা দিলেও বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার সিদ্ধান্ত ভারতের

- ছবি : সংগৃহীত

বাংলাদেশের উন্মুক্ত সীমান্তে যেকোনো মূল্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে ভারত। এ বিষয়ে পদক্ষেপ নিতে বিএসএফকে নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

প্রকাশিত ওই খবরে বলা হয়, জলপাইগুড়িতে ১৯ কিলোমিটার সীমান্ত উন্মুক্ত। ছয়টি গ্রাম কাঁটাতারের বেড়ার ওপারে। ওই গ্রামগুলোকে বেড়ার ভেতরে আনতে অন্তত ৩০ কিলোমিটার জুড়ে কাঁটাতার বসাতে হবে। কোনোভাবেই সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ যাতে থমকে না যায় বিএসএফকে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

গত শুক্রবার জলপাইগুড়ির জেলা শাসক শমা পারভীন জেলা প্রশাসন এবং বিডিওদের সাথে ভার্চুয়াল বৈঠকে সীমান্ত এলাকার ভারতীয় জমি মালিকদের সাথে জমিজট কাঁটানোর নির্দেশ দেন।
জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্ত এলাকায় এককাঠা জমির দাম ৩৫ থেকে ৪০ হাজার টাকা উঠেছে। ওসব জমির মালিকদের তিন থেকে পাঁচগুণ বেশি দাম দিয়ে হলেও ওই জমিগুলো নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ছয়টি গ্রামকে কাঁটাতারের ভেতরে এনে সীমান্ত চৌকি বসিয়ে নজরদারি বাড়াতে হবে। তবে প্রতিবেদনে সীমান্তের যে ছয়টি গ্রামের কথা বলা হয়েছে তা কোন কোন গ্রাম তা উল্লেখ করা হয়নি।

এদিকে দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তের সরকার পাড়ায় ডিএমপি ৮/৪১ শূন্য রেখায় বিএসএফ আন্তর্জাতিক আইন লংঘন করে প্রায় দুই কিলোমিটার এলাকায় চার ফুট উচ্চতার অ্যাঙ্গেল পাতি দিয়ে কাঁটাতারের বেড়া ইতোমধ্যে সম্পূর্ণ করেছে। পরে বিজিবির বাঁধার মুখে বিএসএফ কাজ বন্ধ রেখে সরে যায়। কিন্ত এরপরেও বিএসএফের ষড়যন্ত্র থেমে থাকেনি। গত বুধবার সকালে বিএসএফ কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে রেখেছে। কী কারণে তারা ওই মদের বোতলগুলো তারে ঝুলিয়ে রেখেছে তা কারো কাছে স্পষ্ট নয়।

রংপুর ৫১ বিজিবির সহকারী (এডি) পরিচালক আমীর খসরু বলেন, ১৫০ গজের বাইরে তারা যদি তারকাঁটার বেড়া দেয় আমাদের আপত্তি নেই। তাদের আন্তর্জাতিক আইন মেনে এটা করতে হবে। তবে অন্যকোনো স্থাপনা নির্মাণ করতে হলে বিজিবি-বিএসএফের মধ্যে সীমান্ত বৈঠকে একটা কো-অর্ডিনেশন হতে হবে। সেখানে তারা উত্থাপন করবে আমরা এটা করতে চাচ্ছি। আলোচনার পর সেটা আবার দুই দেশের মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদন নিতে হবে।

বিএসএফের তারকাঁটার বেড়ায় বোতল ঝুলানো প্রসঙ্গে তিনি বলেন, কী কারণে তারা (বিএসএফ) বোতল ঝুলিয়েছে তা বোধগম্য নয়। এ ধরনের কাণ্ড আমি কোথাও দেখিনি। তবে বিষয়টা আমরা গুরুত্বের সাথে নিয়েছি। আমরা পর্যবেক্ষণে রেখেছি তাদের উদ্দেশ্যটা কী। সীমান্তে সার্বক্ষণিক বিজিবির টহল জোরদার করা হয়েছে। আমরা সবকিছু মনিটরিং করছি।


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৭ চট্টগ্রামের দাপুটে জয়, খুলনার টানা হার ‘বিগত ১৫ বছরের মতো জালিয়াতির নির্বাচন আর হবে না’ প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি গঠন নিত্যপণ্যে ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে : অর্থ উপদেষ্টা গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে আলেম নির্যাতনের ইতিহাস অন্তর্ভুক্তির দাবি অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ শীতলক্ষ্যা নদী থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার চট্টগ্রামে গাছ থেকে পড়ে আহত দিনমজুরের মৃত্যু সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই : প্রধান উপদেষ্টা অবৈধভাবে নদীর পাড় কাটলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

সকল