১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর নেসকোর ৩ কর্মকর্তাকে বদলি

মতবিনিময় সভা - ছবি : নয়া দিগন্ত

নয়া দিগন্তে সংবাদ প্রচারের পর রংপুরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারবিষয়ক মতবিনিময় সভার প্রেজেন্টেশনে মুজিববর্ষের ছবি সম্বলিত পেপার উপস্থাপন করার ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি- নেসকোর তিন কর্মকর্তাকে বদলি করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে তাদের বদলির আদেশ জারি করে চিঠি ইস্যু করেন নেসকোর প্রধান কার্যালয়ের প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন দফতরের উপ-মহা ব্যবস্থাপক রহম উল্লাহ আল ফারুক।

বদলি আদেশে উল্লেখ করা হয়, নেসকো রাজশাহী ও রংপুর বিভাগের নেসকোর আওতাধীন এলাকায় প্রি-পেইড মিটার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুবুল আলম চৌধুরীকে ইঞ্জিনিয়ারিং দফতরের নির্বাহী পরিচালক, প্রকল্প বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সাইয়েদুল মুরসালিননে নওগাঁ, উপ-বিভাগীয় প্রকৌশলী ইয়াকুব আলীকে পাবনার ইশ্বরদীতে বদলির কথা বলা হয়।

চিঠিতে বলা হয়, ১৪ জানুয়ারি তারিখেই বর্তমান দফতর থেকে অব্যাহতি নিতে হবে। তা না হলে ১৫ জানুয়ারি থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবে।

এর আগে মঙ্গলবার রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে প্রি-পেমেন্ট মিটার স্থাপনবিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেছিল নেসকো। এ সময় এ সংক্রান্ত নেসকোর প্রেজেন্টেশন দিচ্ছিলেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সাইয়েদুল মুরসালিন। এলইডি স্ক্রিনে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত মুজিববর্ষের লোগো আসে প্রেজেন্টশনে। সাথে সাথেই ল্যাপটপ এবং এলইডি স্ক্রিন বন্ধ করে দেয় আয়োজকরা। শুরু হয় তুমুল হট্টগোল। তীব্র প্রতিবাদ জানান সেখানে উপস্থিত জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্প বাতিলের সাথে যুক্ত আন্দোলনের নেতারা। এ ঘটনাকে পরিকল্পিতভাবে ফ্যাসিবাদ পুনর্বাসনের নকশা হিসেবে উল্লেখ করেন তারা।

পরে সভার সভাপতি ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, এ ঘটনায় জড়িতদের বিচার এবং প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রম বন্ধ থাকবে। পরে সভা পণ্ড হয়ে যায়। এ ঘটনায় জেলা প্রশাসক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লিখিত চিঠি পাঠান। নেসকো চিঠি পেয়ে তদন্ত কমিটি করে। এরপরই নেয়া হয় ব্যবস্থা। এ ঘটনায় ওই দিন সংবাদ প্রকাশ করে নয়া দিগন্ত। https://www.dailynayadiganta.com/rangpur/19683737

রংপুরের ডিসি জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, ‘প্রি-পেমেন্ট মিটার স্থাপনবিষয়ক মতবিনিময় প্রেজেন্টেশনে মুজিববর্ষের ছবি ব্যবহারের বিষয়টি ছিল পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক। তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই নেসকো এই উদ্যোগ নিয়েছে। পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে কেউ এ ধরণের ঘটনার সাথে যুক্ত হয়ে থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ডিসি।


আরো সংবাদ



premium cement
আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা ফের ইউরোপের মাঠে ফিরতে যাচ্ছে মেসি! জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার আওয়ামী লীগের সাথে আপসের কোনো সুযোগ নেই : প্রেস সচিব গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল আমদানি খরচ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা খসড়া তালিকায় আল আমিন-জীবনরা এনআইডি সেবা হাতে রাখতে প্রধান উপদেষ্টা ও তিন মন্ত্রণালয়কে ইসির চিঠি বিশ্বকাপ খো খো : কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নি-প্রতিরোধ মহড়া ১৯ জানুয়ারি পাটগ্রামে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল দিল বিএসএফ

সকল