১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

নীলফামারীতে তালার আঘাতে স্ত্রীর মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

নীলফামারীতে স্বামী মামুন হোসেনের তালার আঘাতে স্ত্রী দিনা আক্তার মারা গেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে নীলফামারী সদর উপজেলার হাতিবান্ধা জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে মামুন হোসেন দুপুরে স্ত্রীর কাছে ভাত চাওয়ার পর স্ত্রীর হাতের কাজ শেষ করে স্বামীকে ভাত দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত স্বামী তালা দিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করে। এ সময় দিনা আক্তারকে তার স্বামী প্রথমে হাসপাতালে নিয়ে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাকে রংপুরে নেয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি দেখে মামুন দিনাকে বাড়িতে নিয়ে উঠানে রেখে পালিয়ে যান।

দিনার বড় ভাই মিনার হোসেন সাংবাদিকদের জানান, ‘বিকেল ২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দিনার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।’

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement