সাদুল্লাপুরে কৃষকের লাশ উদ্ধার
- সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
- ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:৫৭
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শাহীন মিয়া (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ কামাল (দক্ষিণপাড়া) এলাকা থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়।
শাহীন মিয়া তরফ কামাল (দক্ষিণপাড়া) গ্রামের মরহুম মুনছুর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
স্থানীয়রা জানান, শাহীন মিয়া সোমবার বাড়ির পেছনে ভেকু মেশিন দিয়ে পুকুর খননের কাজ করছিলেন। রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পীরগঞ্জ উপজেলার পানেয়ার বিলের ডিপের খুঁটির সাথে অস্বাভাবিক অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা প্রথমে শাহীনকে জীবিত ভেবে বাড়িতে নিয়ে আসেন। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
মৃতের স্বজনরা বলছেন, শাহীন মিয়া ছিলেন শান্ত স্বভাবের একজন মানুষ। তবে তার মৃত্যুতে রহস্য থেকে যাচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যেও নানা গুঞ্জন সুষ্টি হয়েছে বলে জানা গেছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে শাহীন মিয়া নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা