কুড়িগ্রামে অপহৃত শিক্ষার্থী কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২
- ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ১৩ জানুয়ারি ২০২৫, ২০:১৮
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অপহৃত অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোসলেমা খাতুনকে (১৫) ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দু’ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) গ্রেফতার হওয়া ব্যক্তিদের নামে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করে জেলহাজতে পাঠানো হয়।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ২০০৩-এর ৭/৩০ ধারায় একটি মামলা (মামলা নম্বর ০৪/০৪, তারিখ : ০৯/০১/২৫) দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ শিগগিরই তৎপর হয়ে অভিযানে নামে। অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় মোসলেমা খাতুনকে উদ্ধার করা হয়।
মোসলেমা খাতুন ফুলবাড়ী উপজেলার খোচাবাড়ি এলাকার মকবুল হোসেনের মেয়ে। অভিযুক্ত দু’ অপহরণকারী হলেন ওই এলাকার ইমদাদুল হকের ছেলে আব্দুস ছালাম মিয়া এবং তার ছেলে মজিবর রহমান লেবু।
এদিকে, মজিবর রহমান লেবুর পরিবারের দাবি, চার মাস আগে মোসলেমা খাতুন তার ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন এবং তারা সংসার করছেন। তাদের অভিযোগ, মোসলেমার পরিবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলাটি তদন্তাধীন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।