১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

বেরোবিতে আবারো ভর্তি ইচ্ছুকদের গণবিজ্ঞপ্তি প্রকাশ

- ছবি : সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শূন্য আসন পূরণে পুনরায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১২ জানুয়ারি) ডিনস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: হারুন অর রশিদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এ ইউনিট (বিজ্ঞান) ২৯টি ফাঁকা আসনের বিপরীতে সাক্ষাৎকার গ্রহণের মেধাক্রমের ১৪০৫৬ থেকে ২১৪৬৩ পর্যন্ত মোট ২৫০ জন, বি ইউনিটে (মানবিক) ২টি ফাঁকা আসনের বিপরীতে সাক্ষাৎকার গ্রহণের মেধাক্রমের ৪৫৪১ থেকে ৫৭০৬ পর্যন্ত মোট ২০ জন, সি ইউনিটে (ব্যবসায় শিক্ষা) ৩টি ফাঁকা আসনের বিপরীতে সাক্ষাৎকার গ্রহণের মেধাক্রমের ৪৩২৭ থেকে ৫৮১৭ পর্যন্ত মোট ৩০ জনকে ডাকা হয়েছে।

সাক্ষাৎকারের স্থান প্রশাসনিক ভবনে স্ব স্ব ডিন অফিসে। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এরপর বিকেল ৩টায় বিষয় বরাদ্দ দেয়া হবে। বিষয় পাওয়ার পর একই দিন বিকেল ৪ থেকে ৫টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। আনুমানিক ভর্তি ফি এ ইউনিট ১৩০০০, বি ইউনিট ১২৫০০ এবং সি ইউনিট ১২০০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাক্ষাৎকারের সময় কাগজপত্র জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি (কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত) ও এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা পাশের মূল নম্বরপত্র। এছাড়াও ভর্তির সময় জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের একটি ফটোকপি (কক্ষ পরিদর্শকের স্বাক্ষরিত), এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা পাশের মূল নম্বরপত্র এবং প্রতিটির একটি করে ফটোকপি, এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের একটি ফটোকপি, ২(দুই) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং বিভাগীয় অফিস থেকে ভর্তি ফরমের হার্ডকপি সংগ্রহ করে পূরণপূর্বক মূলকপিসহ দুটি ফটোকপি জমা দিতে হবে।


আরো সংবাদ



premium cement