কুড়িগ্রামে তীব্র শীতে কাহিল চরের মানুষ
- রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম
- ১৩ জানুয়ারি ২০২৫, ১১:১৯
কুড়িগ্রামের নয়টি উপজেলা এবং সাড়ে তিন শতাধিক চর ও দ্বীপের মানুষ শীতে কাহিল হয়ে পড়েছেন। তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। শীতজনিত নানান রোগে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভীড়। বিশেষ করে রৌমারী ও রাজিবপুর উপজেলাসহ নয়টি উপজেলার একই অবস্থা।
আবহাওয়া অফিস জানায়, সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৭টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও বিকেল থেকে তাপমাত্রা কমতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হয়।
শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষজন। তীব্র ঠান্ডায় অনেকেই কাজে যেতে পারছেন না।
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের কৃষক ওয়াদুদ মণ্ডল জানান, কয়েকদিন থেকে ঠান্ডা অসহনীয় হয়ে পড়েছে। হাত-পা ঠান্ডা হয়ে গেলে কাজ করতে খুব কষ্ট হয়।
বুড়াবুড়ি ইউনিয়নের ধরলার পাড় এলাকার রেজাউল করিম জানান, গরিব মানুষের শীতের তীব্রতায় কষ্ট হচ্ছে। নিম্ন আয়ের মানুষদের শীত নিবারণের জন্য গরম কাপড় বিতরণ করা দরকার। অন্যবারের মতো এবার শীতবস্ত্র তেমন বিতরণ করা হচ্ছে না।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, এক হাজার ৮০০টি কম্বল ও ৪৯ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। কম্বল কিনে তা বিতরণ করা হচ্ছে। আরো বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে শীতবস্ত্র বিতরণ করা হবে।