১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি-বিএসএফ মুখোমুখি

প্রতীকী ছবি - ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিএসএফের অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ এবং সীমান্তের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে দহগ্রাম মুন্সিপাড়া সীমান্তের ডিএমপি ৮/৩৮ থেকে ৪৮ উপ পীলারের শূন্য রেখা থেকে মাত্র ১০ গজ ভারতের ভেতরে ভারতের খিতিরপাড়া এলাকার করুন ক্যাম্পের বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন উপেক্ষা করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে।

খবর পেয়ে দহগ্রাম বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের এই অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিলেও তারা বাধা উপেক্ষা করে বেড়া নির্মাণ চালিয়ে যায়।

দহগ্রামের সাধারণ মানুষ বিএসএফের এই আগ্রাসী মনোভাবের প্রতিবাদে ঘটনাস্থলে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে।

৫১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল সেলিম আল দ্বীনের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পানবাড়ি বিজিবির কম্পানী কমান্ডার জামিল হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। ওরা (বিএসএফ) শূন্য রেখা থেকে ১০ গজ ভারতের ভেতরে অ্যাঙ্গেল পাতি দিয়ে তিনফুট উচ্চতায় বেড়া নির্মাণ করছে। আমরা তাদের এই অবৈধ বেড়া নির্মাণে বাধা দিয়েছি।’

এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের গাটিয়ার ভিটা সীমান্তের ডিএমপি ৮২৯ এর ২ নম্বর উপপিলারের ওপারে শূন্য রেখার ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভারতের কোচবিহার জেলার ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের ফুলকাডাবরী ক্যাম্পের সদস্যরা নির্মাণ শ্রমিকদের সহায়তায় বিদ্যুতের খুটি ও যন্ত্র বসানোর কাজ শুরু করে। খবর পেয়ে রংপুর ৬১ বিজিবির সদস্যরা বাধা দিলে বিএসএফ ল্যাম্পপোস্টের খুটি ও যন্ত্র সরিয়ে নেয়।


আরো সংবাদ



premium cement