অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, পঞ্চগড় সীমান্তে বাংলাদেশী আটক
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জানুয়ারি ২০২৫, ১২:৩০
পঞ্চগড়ের মীরগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ফাইম নামে এক বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আমতলী এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।
এ সময় তার কাছ থেকে তিন হাজার ৩০ টাকা, তিনটি ১০০ ডলারের নোট, চার হাজার ৭২০ ভারতীয় রুপি এবং ৩৪৫ চায়না ইউয়ান উদ্ধার করা হয়, যা বাংলাদেশী টাকায় মোট ৫৫ হাজার ৮৮৮ টাকা। এছাড়া দু’টি মোবাইল ফোনও উদ্ধার করে বিজিবি।
ফাইম সাইদ আহমেদ ঢাকার রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকার মরহুম আবু আহম্মেদের ছেলে।
বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের আমতলী এলাকা দিয়ে ফাইম ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, তার বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সীমান্তে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, চোরাচালান, মাদক পাচার ঠেকাতে বিজিবি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।’
আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা