১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৭.৩ ডিগ্রি

শীতে কাঁপছে পঞ্চগড় - ছবি : নয়া দিগন্ত

সারাদেশে আবারো শীত জেঁকে বসেছে। মৃদু শৈত্যপ্রবাহের পর মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত উত্তরের জেলা পঞ্চগড়ে। তাপমাত্রার পারদ নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে। ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস।

শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সব নিম্ন তাপমাত্রা। এর আগে সকাল ৬ টায় তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। হিম শীতল বাতাস প্রবাহের কারণে সাধারণ মানুষের আয়-রোজগার কমে গেছে। ঠিকমতো কাজে যেতে না পারায় ভ্যানচালক, পাথরশ্রমিক, চা-শ্রমিক, দিনমজুরা পড়েছে দুর্ভোগে। হাসপাতালে শীতের প্রকোপে বেড়েছে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

তেঁতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ৭ দশমিক ৩ এবং সকাল ৬টায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনের দিকে আরোও তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর এ তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ হলে তা মাঝারি, তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।


আরো সংবাদ



premium cement
বেকার বেড়ে যাওয়ায় চ্যালেঞ্জে অর্থনীতি তিন দেশে জাবেদ-রুখমিলার ৫৮০ এপার্টমেন্ট ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন তামাকপণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনটিটিপি খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ হেলসের সাথে বাক-বিতণ্ডা : শাস্তি পেলেন তামিম মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম-নির্যাতন ভুলবে না : অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ক্র্যাবের নতুন সভাপতি তমাল সাধারণ সম্পাদক বাদশাহ অর্থ সম্পাদক আমিনুল এবার মোদি বললেন, ‘আমিও মানুষ, ঈশ্বর নই’ আটক সাবেক ওসির থানা থেকে পলায়ন, বর্তমান ওসি প্রত্যাহার নাইক্ষ্যংছড়িতে অস্ত্র বিক্রির সময় কিশোর আটক, অস্ত্র উদ্ধার

সকল