শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৭.৩ ডিগ্রি
- পঞ্চগড় প্রতিনিধি
- ১০ জানুয়ারি ২০২৫, ১১:০৫
সারাদেশে আবারো শীত জেঁকে বসেছে। মৃদু শৈত্যপ্রবাহের পর মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত উত্তরের জেলা পঞ্চগড়ে। তাপমাত্রার পারদ নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে। ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস।
শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সব নিম্ন তাপমাত্রা। এর আগে সকাল ৬ টায় তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। হিম শীতল বাতাস প্রবাহের কারণে সাধারণ মানুষের আয়-রোজগার কমে গেছে। ঠিকমতো কাজে যেতে না পারায় ভ্যানচালক, পাথরশ্রমিক, চা-শ্রমিক, দিনমজুরা পড়েছে দুর্ভোগে। হাসপাতালে শীতের প্রকোপে বেড়েছে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
তেঁতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ৭ দশমিক ৩ এবং সকাল ৬টায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনের দিকে আরোও তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে।
সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর এ তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ হলে তা মাঝারি, তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা