রংপুরে আন্দোলনে গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালানোর মামলায় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অবস) এ বি এম জাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার রাতে নগরীর কাচারিবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গত ১৯ জুলাই শহরের সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার ওপর ছোড়া গুলিতে আহত হন নগরীর পূর্ব শালবন মিস্ত্রীপাড়া এলাকার সবজি ব্যবসায়ী শাহ আলম। তার দায়ের করা মামলার ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি তিনি।
সূত্র জানায়, ১৯ জুলাই সিটি বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের সাথে তিনি গুলি ও ককটেল বিস্ফোরণে অংশ নেন।
এ সময় সবজি বিক্রেতা শাহ আলম গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে গত ২৪ অক্টোবর মহানগর কোতোয়ালি থানায় তিনি একটি মামলা করেন তিনি। এতে ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় তিন শতাধিক আসামি করা হয়।
মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা