চিরিরবন্দরে তুলার গুদামে আগুন
- আফছার আলী খান, চিরিরবন্দর (দিনাজপুর)
- ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪১
চিরিরবন্দরে একটি তুলার কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার চম্পাতলী বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে আগুন দেখতে পায়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে অনুমানিক দেড় থেকে দুই হাজার টনেরও বেশি তুলার সাথে মেশিনও পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার মালিক মো: মনজের আলী জানান, আগুনে কমপক্ষে ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এ ঘটনায় মালিকের ছেলে লিমন হোসেন বলেন, সব কিছু পুড়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। সোমবার দুই ট্রাক তুলা ঢাকা থেকে এসেছে। সেগুলোও আগুনে পুড়ে গেছে। এনজিও থেকে ঋণসহ ধার-দেনা করে তুলাগুলো নিয়ে এসেছি। এগুলো বিক্রি করে ধার-দেনা পরিশোধ করবো। কিন্তু আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তারা ধারণা করেছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।