ফুলবাড়ীতে টমেটো চাষে প্রযুক্তির ছোঁয়া
- জাকারিয়া শেখ, ফুলবাড়ী, (কুড়িগ্রাম)
- ০৭ জানুয়ারি ২০২৫, ১০:১২
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষকরা আধুনিক প্রযুক্তিতে টমেটো চাষ করে লাভের মুখ দেখছেন। বিশেষ করে কৃষক হুজুর আলী ইউটিউব থেকে শেখা প্রযুক্তি ও নিজস্ব মেধার সমন্বয়ে নতুন উদ্ভাবনী চাষ পদ্ধতিতে সফলতা অর্জন করেছেন।
সরেজমিনে দেখা গেছে, ফুলবাড়ী উপজেলার কৃষানন্দ বকশি ও পশ্চিম বালাাতারী গ্রামের কৃষকরা শীতকালীন হাইব্রিড জাতের টমেটো চাষে আধুনিক মাচা পদ্ধতি অবলম্বন করছেন। বাঁশের খুঁটি, পাটখড়ি ও নাইলনের দড়ি ব্যবহার করে তৈরি এই মাচা পদ্ধতিতে গাছের পরিচর্যা সহজ হয়েছে এবং ফলন বেড়েছে।
কৃষানান্দ বকশি গ্রামের টমেটো চাষি হুজুর আলী জানান ‘এই পদ্ধতিতে চাষের ফলে জমির আর্দ্রতা ধরে রাখা সহজ হয়, আগাছা কম হয় এবং সার ও পানির পরিমাণ কম লাগে।’
হুজুর আলী আরো জানান, এ পর্যন্ত তার খরচ হয়েছে ৫০ হাজার টাকা, আর ফসল তোলার আগ পর্যন্ত আরো পাঁচ-সাত হাজার টাকা খরচ হতে পারে। বর্তমানে বাজারে কাঁচা টমেটোর দাম ৪০ থেকে ৪৫ টাকা এবং পাকা টমেটো ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তিনি আশা করছেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে তার আয় দেড় লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে।
স্থানীয় কৃষক আশরাফুল আলম জানান, এ বছর হুজুর আলী দু’বিঘা জমিতে উৎপাদিত টমেটো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে। গত বছর দু’বিঘা জমিতে চাষ করে তিনি প্রায় এক লাখ টাকা লাভ করেছিলেন। এবারো দু’বিঘা জমিতে আগাম টমেটো চাষ করে দেড় লক্ষাধিক টাকা আয় হওয়ার আশা করছেন।
কৃষি কর্মকর্তা মনে করেন, এ ধরনের সফল উদ্যোগ তরুণ সমাজকে কৃষিতে আগ্রহী করে তুলবে।
কৃষক মহিদুলসহ অন্য চাষিরাও এ পদ্ধতিতে টমেটো চাষ করে ভালো ফলন ও লাভের আশা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, এবার ফুলবাড়ীতে ১০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে, যার বেশিভাগই আধুনিক মাচা পদ্ধতিতে চাষ করা হয়েছে।
তিনি বলেন, ‘হাইব্রিড জাতের টমেটো গাছ সাধারণত বড় হয় ও চারদিকে ছড়িয়ে যায়। মাচা পদ্ধতিতে গাছের পরিচর্যা সহজ হয়, আলো-বাতাস চলাচল ভালো হয় এবং রোগবালাই কমে। কৃষকদের আমরা নতুন প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছি এবং সব ধরনের সহযোগিতা দিচ্ছি।’
সংশ্লিষ্টরা মনে করছেন, ফুলবাড়ীর কৃষকদের এই সফলতা দেশের কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা