পাঠ্যপুস্তকে আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল, জড়িতদের অপসারণের দাবি
- সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
- ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৩
পাঠ্যপুস্তকে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল করা এবং ছবি না দেয়ার প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা। এ ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন সমন্বয়করা। এ সময় মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। সেখানে বক্তব্য রাখেন সামসুর রহমান সুমন, রহম আলী, আশিকুর রহমান, নয়ন মিয়া প্রমুখ সমন্বয়করা।
সমন্বয়করা বলেন, পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল করা পরিকল্পিত। এছাড়া পাঠ্য বইয়ে আবু সাঈদ ও নুর হোসেনের বিরত্বগাঁথা লেখা হলেও আবু সাঈদের ছবি না থাকার বিষয়টি কোনভাবেই মেনে নেয়ার মতো নয়। আমরা মনে করি, এর মাধ্যমে পরিকল্পিতভাবে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছে।
বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার সাথে জড়িতদের বিচার, ভুল সংশোধন ও ছবি সংযোজনের ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলনে যাবে আবু সাঈদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গেল বছর ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাঈদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা