০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

রংপুরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ - ছবি : নয়া দিগন্ত

রংপুরের সদর উপজেলায় শাওন (১৫) নামে এক অটোরিকশাচালককে খুন করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে পাশের পুকুরে ফেলে যায় তারা।

সোমবার (৬ জানুয়ারি) রংপুর সদর উপজেলার সদ্যপস্কনি ইউনিয়নের জানকি ধাপেরহাটের বসুর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাওন মিঠাপুকুর উপজেলার আশকরপুর শঠিবাড়ি এলাকার সাহাবুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

রংপুর সদর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হোসেন জানান, ‘রোববার ৫ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই আর বাড়ি ফেরেননি শাওন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মিঠাপুকুর থানায় মৌখিকভাবে জানায়। পরে তার লাশ ওই পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

রংপুর পুলিশ সুপার আবু সাইম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর হাত-পা বেঁধে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। একইসাথে এ ঘটনায় মামলার প্রস্তুতি ও তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।’


আরো সংবাদ



premium cement