০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধঘোষিত সৈয়দপুর পৌর ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম সৈয়দ শাহাজাদা আলম (৩২)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মনজুর আলমের ছেলে। তিনি সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে ভাঙচুর ও মারামারির অভিযোগে সৈয়দপুর থানায় দু’টি মামলা রয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘রোববার দুপুরের দিকে শাহজাদা নামের ওই ব্যক্তি ভারতে যাওয়ার উদ্দেশে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এসময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য তার পাসপোর্ট আমাদের অফিসে জমা দেন। তার সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই।’

তিনি আরো বলেন, ‘গ্রেফতার ওই ছাত্রলীগ নেতার বিষয়ে রিকুইজিশন থাকায় আমরা তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করেছি। সৈয়দপুর থানা পুলিশ তাকে নিয়ে যাবে।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফহম উদ্দিন জানান, ‘আটক ওই ব্যক্তিকে হিলি থেকে সৈয়দপুর থানায় আনা হবে এবং আদালতে সোপর্দ করা হবে।’


আরো সংবাদ



premium cement
ফেনীতে মিথ্যা মামলার বাদি-সাক্ষীর বিরুদ্ধে বিচারকের মামলা হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে জনগণ ইতিবাচকভাবে নেয়নি : রিজভী টিউলিপকে প্রশ্ন করার পর ব্যারিস্টার আরমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ সরিষাবাড়ীতে ট্রেন-ট্রাক দুর্ঘটনায় আহত ৩, ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা চীনের তিব্বতে হতাহতের ঘটনায় জামায়াতের শোকবাণী রংপুরে আন্দোলনে গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার সাভারে বিপিএটিসির স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ কানাডাকে অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ ট্রাম্পের পুঠিয়ায় শীর্ষ সন্ত্রাসী সেলিম গ্রেফতার ৪ আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে ইসরাইলের মানচিত্র প্রকাশ বেনাপোল দিয়ে পণ্য রফতানিতে ১১ শর্ত

সকল