০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সায়েম গ্রেফতার

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আবু সায়েম সরকার - ছবি : নয়া দিগন্ত

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, আবু সায়েম নিজেকে বিতর্কিত এমপি আফতাব উদ্দিনের ভাতিজা পরিচয় দিয়ে নানান অপকর্ম চালিয়ে আসছিলেন। মাদককারবারি হিসেবে উপজেলায় পরিচিতিও রয়েছে তার।

তিনি ছাত্রলীগ দিয়ে জনগণের জমি দখল ও অর্থ আত্মসাৎ করতেন। এছাড়াও তার বাহিনীর মাধ্যমে নারী শিক্ষার্থীদের হেনস্তা করার অভিযোগও রয়েছে। জনরোষের কারণে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

কোটা আন্দোলনকারীদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন আবু সায়েম। ডিমলা উপজেলার কুটিরডাঙ্গার এজাহারভুক্ত আসামি আবু সায়েমকে সৈয়দপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী জানান, ‘সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ডিমলা উপজেলা আহ্বায়ক আবু সায়েমের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।’


আরো সংবাদ



premium cement