০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

কুড়িগ্রামে শৈত্যপ্রবাহের বিরতি : মাঠে ফিরেছেন শ্রমজীবীরা

- ছবি : নয়া দিগন্ত

উত্তরবঙ্গের সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শীতের প্রকোপ কিছুটা কমে আসতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে চলা তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন ছিল বিপর্যস্ত।

শনিবার ভোরবেলা থেকেই আবহাওয়ার বেশ পরিবর্তন লক্ষ্য করা গেছে।

আজকের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে, যেখানে গতকাল শুক্রবারও তাপমাত্রা ছিল মাত্র ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৭টার দিকেই সূর্যের দেখা মিলেছে, যা এই অঞ্চলের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। সূর্যের উপস্থিতি এখনো পর্যাপ্ত উষ্ণতা দিতে না পারলেও কুয়াশা এবং ঠান্ডার প্রকোপ কমে আসায় শ্রমজীবী মানুষদের কাজে ফেরার পথ সুগম হয়েছে।

শীতের কারণে বিগত কয়েকদিন দিনমজুর ও শ্রমজীবী মানুষদের দৈনন্দিন কাজকর্মে বেশ বাধা পড়েছিল। তীব্র ঠান্ডায় তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে উঠছিল। তাপমাত্রা সামান্য বাড়ার সাথে সাথে তারা আবারো জীবিকার তাগিদে মাঠে নেমেছেন। কৃষি, নির্মাণকাজ এবং অন্যান্য দৈনন্দিন শ্রমনির্ভর কাজে এখন ধীরে ধীরে ব্যস্ততা বাড়ছে।

উপজেলার কৃষ্ণনন্দ বকসী গ্রামের মাইদুল ইসলাম জানান, কয়েকদিন থেকে ঠান্ডায় কাজ করতে না পারলেও আজ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সবজি ক্ষে‌তে কাজ করছি।

স্থানীয় বাসিন্দারা জানায়, শীতের প্রকোপ কমে যাওয়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে শীত পুরোপুরি চলে না যাওয়া পর্যন্ত তাদের দুশ্চিন্তা কাটছে না। আবহাওয়ার এই হালকা পরিবর্তন তাদের আশার আলো দেখালেও পুনরায় শৈত্যপ্রবাহ ফিরে আসার আশঙ্কা রয়ে গেছে।

শীতপ্রবণ এই অঞ্চলে প্রতি বছরই জানুয়ারি মাসে ঠান্ডার প্রকোপ বাড়ে। এতে করে এখানকার দিনমজুর শ্রেণির মানুষকে নানান দুর্ভোগের মুখে পড়তে হয়। তবুও জীবনের তাগিদে তারা তীব্র শীতেও ঘর থেকে বেরিয়ে নিজেদের পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

তবে এ উদ্যোগ আরো জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা, যাতে করে নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষেরা কিছুটা হলেও শীতের কষ্ট থেকে রেহাই পান।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকলেও ভোরবেলা থেকে কুড়িগ্রামে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে । কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।


আরো সংবাদ



premium cement
হাসিনা-রেহানা-জয়-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত ও স্বীকৃত বিচার হবে : অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের কেনার ইচ্ছা প্রকাশের পর গ্রিনল্যান্ড সফরে তার ছেলে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া মেসি ও সুয়ারেজের সাথে আবারো দেখা যাবে নেইমারকে! সাবেক ওসি নেজাম উদ্দিনকে মারধরের ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সব পাঠ্যবই ছাপা কখন সম্ভব হবে? মিরসরাইয়ে আগুনে পুড়ল বসতঘর ও গবাদি পশু বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সাথে জামায়াত আমিরের বৈঠক সাবেক এমপি আবুল কালাম আজাদের নামে দুদকের মামলা

সকল