কুড়িগ্রামে যুবলীগ নেতা হাসেম আলী গ্রেফতার
- ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৭
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যুবলীগ নেতা হাসেম আলীকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফুলবাড়ী থানার একটি দল উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বকুলতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে।
হাসেম আলী উপজেলার কিশামত শিমুলবাড়ী এলাকার স্বরে মাহমুদের ছেলে এবং নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর হাসেম আলী দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, তিনি বৃহস্পতিবার রাতে বকুলতলা বাজারে অবস্থান করছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। হাসেম আলীকে শুক্রবার আদালতে হস্তান্তর করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা