০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

নয়া দিগন্তে সংবাদ প্রকাশ : তালিকাভুক্ত হলো গণঅভ্যুত্থানে আহত ২ যোদ্ধা

রংপুরে তালিকাভুক্ত হলো জুলাই বিপ্লবে আহত ২ যোদ্ধার নাম - ছবি : নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর জুলাই বিপ্লবে আহত দু’পোশাকশ্রমিককে আহতদের তালিকাভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জুলাই বিপ্লবে আহতদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

এ সময় নাসিরুল ইসলাম নজরুলের বাবা লাল মিয়া ও মা নাজমিন নাহারের কাছে নগদ টাকা ও দুই বান্ডিল ঢেউ টিন হস্তান্তর করেন ইউএনও সাইফুল ইসলাম। এ সময় সদ্যপুস্করণী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আফরোজা বেগমও উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের দিন ঢাকায় লিঙ্ক রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুলি লেগে আহত হন পোশাকশ্রমিক নাসিরুল। গুলি নাসিরুলের বাম পায়ের হাটুর একপাশ থেকে আরেক পাশে বেরিয়ে যায়। সুদের ওপর ৪৫ হাজার টাকা ও রিকশা বিক্রি করে ৩০ হাজার টাকা দিয়ে চিকিৎসা শেষে বাড়িতে দুর্বিষহ জীবনযাপন করছেন। তার প্রতিমাসে এখন চিকিৎসা বাবদ খরচ হয় ১৫ হাজার টাকা। কিন্তু কোনোভাবেই সেই টাকা বহন করতে পারছে না। তার ওপর সুদের টাকার জন্যও চাপ দেয়া হচ্ছে।

এছাড়া ২ আগস্ট সাভারের থানা বাসস্ট্যান্ডে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের গুলিতে আহত হন পোশাককারখানার বাবুর্চি লুৎফর রহমান ও তার ছেলে জুতার দোকানের শ্রমিক রতন মিয়া। রতন মিয়ার শরীরে ১২টি গুলি লাগলেও সব বের করা হয়েছে। আর লুৎফর রহমানের শরীর থেকে ৬টি গুলি বের হলেও কপাল থেকে বের হয়নি আরো ৪টি গুলি। তিনিও ঢাকা থেকে এসে রংপুরের পালিচড়ার কেশবপুর জুম্মাপাড়ার শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছেন। চিকিৎসা ভার বহন করা সম্ভব হচ্ছে না।

এর আগে জুলাই বিপ্লবে আহত এই দু’যোদ্ধার নাম আহতের তালিকায় আসেনি। পায়নি কোনো সহযোগিতা। এ নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক নয়া দিগন্ত। ওই সংবাদ দেখে নাসিরুলকে তালিকাভুক্ত ও সহযোগিতা দিয়েছে সরকার।

রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, ‘নয়া দিগন্তে নাসিরুল ও লুৎফর রহমানের বিষয়ে সংবাদ প্রকাশ হলে এটা জেলা প্রশাসনের নজরে আসে। তাৎক্ষণিকভাবে ডিসি স্যারের নির্দেশে আমি তাদের বাড়িতে যাই। এর মধ্যে নাসিরুলের বাড়ি সদর উপজেলায় হলেও ঠিকানা অনুযায়ী লুৎফরের বাড়ির পড়েছে সিটি করপোরেশেন এলাকায়। সে কারণে নাসিরুলকে আমরা তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে কাগজপত্র নিয়ে তাকে তালিকাভুক্ত করেছি। এছাড়া ছয় হাজার টাকা এবং নগদ দুই বান্ডেল টিন দেয়া হয়েছে। তার ঘরের অবস্থা খারাপ থাকায় এ টিন দেয়া হয়। চিকিৎসার সব বন্দোবস্ত এবং সরকারের পক্ষ থেকে তাকে অনুদান দেয়া হবে বলেও জানান তিনি। যাতে সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন। আর লুৎফর যেহেতু সিটির বাসিন্দা। সেকারণে সেটি সিটি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে তারা উদ্যোগ নিবে।’

রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, নয়া দিগন্তে খবর দেখেই আমরা উদ্যোগ নিয়েছি। নাসিরুলকে তালিকাভুক্ত করা হয়েছে। সিটি করপোরেশনে আমরা বলেছি, লুৎফরকে তালিকাভুক্ত করতে। আমরা আরো সচেতন হয়ে জুলাই বিপ্লবে আহতদের তালিকা করব। যাতে কেউ বাদ না যায়।

রংপুর জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী জুলাই বিপ্লবে রংপুরের শহীদ হয়েছেন ২২ জন এবং আহত হয়েছেন ২১৬ জন। আহতের তালিকা পাওয়ামাত্রই সংযুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায়

সকল