সন্ত্রাসী হামলায় পাটগ্রাম উপজেলা প্রধান সমন্বয়ক আহত
- পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
- ০২ জানুয়ারি ২০২৫, ২২:০৪
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক গোলাম আযম (২৫) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ভোরে পাটগ্রাম পৌরসভার দহগ্রাম রোডের বেটার লাইফ হসপিটালের পাশে এ ঘটনা ঘটে। গোলাম আযম পৌরসভার কোটতলী ৪নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সজীব ইসলাম টাইগার (২৭) ও তার বাবা শহীদার রহমান দেদুলকে গ্রেফতার করেছে।
জানা গেছে, পাটগ্রাম উপজেলা সহকারী সমন্বয়ক হাসান জানান আযম জেলা সমন্বয়কের সাথে দেখা করার জন্য বুধবার বিকেলে লালমনিরহাট যান। রাতে বাসায় ফিরে। তিনি অনলাইনে গভীর রাত পর্যন্ত ফ্রি-ল্যান্সিংয়ের কাজ করেন। এরপর কিছুক্ষণ পায়চারী করার জন্য রাস্তায় হাটাহাটি করেন। এ সময় এক ব্যক্তির সাথে তার দেখা হয়। ওই ব্যক্তিকে দেখে আযমের নেশাগ্রস্থ মনে হওয়ায় বাসায় চলে যেতে বলেন। পরে বাসায় এসে অনলাইনে কাজ করতে তার সকাল হয়ে যায়। বৃহস্পতিবার ফজরের নামাজের পরে আযম আবার রাস্তা হাটতে বের হন। এ সময় বেটার লাইফ হসপিটালের সামনে তিন ব্যাক্তি অতর্কিতভাবে আযমের ওপরে হামলায় করে।
পাটগ্রাম উপজেলা (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার শোভন জানান, আযমের মাথায় ধারালো অস্ত্র এবং শরীরে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। মাথায় ক্ষতের সৃষ্টি হওয়ায় ৫/৬টি সেলাই দেয়া হয়েছে। তবে আশঙ্কামুক্ত হওয়ার জন্য তার পরিবারকে রংপুরে সিটি স্ক্যান করার পরামর্শ দেয়া হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সজিব ইসলাম টাইগার ও তার বাবা শহীদার রহমান দেদুলকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি পৌরসভার মাছুয়াপাড়া এলাকায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় সজীব মাদক চোরাকারবারীসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ডের সাথে জড়িত। কয়েকবার জেল হাজতেও ছিল সজীব।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গোলাম আযমের বড় ভাই মাসুদ আলম বাদী হয়ে থানায় মামলা একটি দায়ের করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা