বেরোবিতে ২০ লাখ টাকা অনুদান দিলো রূপালী ব্যাংক
- রংপুর ব্যুরো
- ০২ জানুয়ারি ২০২৫, ২১:১৮
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বাস ক্রয় করতে ২০ লাখ টাকা অনুদান দিলো রূপালী ব্যাংক।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় প্রশাসনিক ভবনে ভিসির দফতরে ভিসি ড. শওকাত আলীর হাতে অনুদানের টাকার চেক হস্তান্তর করেন রূপালী ব্যাংক কর্তৃপক্ষ।
এ সময় চেক হস্তান্তর করেন রূপালী ব্যাংক পিএলসি রংপুরের জেনারেল ম্যানেজার ও বিভাগীয় প্রধান তানভীর হাসনাইন মইন। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: ফেরদৌস রহমান, রূপালী ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: মাহমুদুল ইসলাম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার ও জোনাল ম্যানেজার মো: আব্দুল মোতালেব হোসেন প্রামানিক প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকাত আলী জানান, ‘আমি দায়িত্ব নেয়ার পর আমার অন্যতম লক্ষ্য নির্ধারণ করেছি, শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই বাস বৃদ্ধির চেস্টা করেছিলাম। আমার ডাকে সাড়া দিয়েছে রুপালী ব্যাংক। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আশা করি, এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা