০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

বাংলাদেশে পরমতসহিষ্ণু রাজনীতির ধারক ও বাহক জাতীয় পার্টি : মোস্তফা

বাংলাদেশে পরমতসহিষ্ণু রাজনীতির ধারক ও বাহক জাতীয় পার্টি : মোস্তফা - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশে পরমতসহিষ্ণু রাজনীতির ধারক ও বাহক জাতীয় পার্টি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

বুধুবার (১ জানুয়ারি) বিকেলে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালী উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি বাংলাদেশে পরমতসহিষ্ণু রাজনীতির ধারক ও বাহক এবং উন্নত ও আধুনিক বাংলাদেশের রূপকার।’

তিনি আরো বলেন, ‘দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত রাজনীতির চর্চার চারণক্ষেত্র বানিয়েছিলেন জাপার প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। সুতরাং জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশ পুনর্গঠনের সুযোগ নেই।’

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ও হাসানুজ্জামান নাজিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

পরে মহানগর ও জেলা জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালীতে নেতৃত্ব দেন সাবেক মেয়র মোস্তফা। র‍্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে দলটির নেতাকর্মীরা অংশ নেন।


আরো সংবাদ



premium cement