ফুলবাড়িতে ভারতীয় জিরা ও গরুসহ আটক ২
- ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ০১ জানুয়ারি ২০২৫, ১১:০৬
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় পাঁচটি গরু এবং ৩২০ প্যাকেট ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে। এর আগে, মঙ্গলবার বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকা এবং শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার মনির হোসেনের ছেলে গোলাম মোস্তফা এবং শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি সীমান্ত এলাকার নুর ইসলামের ছেলে হাফিজুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শাহানুর ও এসআই রকিবের নেতৃত্বে পুলিশের দু’টি দল পৃথকভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় কাশিপুরের ভেল্লিরতল সীমান্ত এলাকায় গোলাম মোস্তফার বাড়ি থেকে ৩২০ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।
অন্যদিকে, নন্দীরকুটি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচারের সময় হাফিজুল ইসলামকে পাঁচটি ভারতীয় গরুসহ আটক করা হয়। উদ্ধারকৃত গরুর আনুমানিক মূল্য দুই লাখ টাকা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা গরু ও জিরা কাস্টমসে জমা দেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা