নাগেশ্বরীতে রহস্যজনকভাবে শিশু নিখোঁজ : ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার
- নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৬
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশু নিখোঁজের ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে শোয়ার ঘর থেকে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয় সাত মাসের শিশু আদিফা খাতুন।
নাগেশ্বরী নেওয়াশী ইউনিয়নের পূর্ব সুখাতী চাকেরকুটি গ্রামের আমিনুল ইসলামের মেয়ে শিশু আদিফা।
আদিফার মা জান্নাতুল বেগম বলেন, ‘মেয়ে আদিফা খাতুনকে থাকার ঘরে খাটের উপর ঘুমিয়ে রেখে বড় মেয়েকে গোসল করানোর কাজে ব্যস্ত ছিলাম। এমন সময় শিশু আবিদার কান্নার শব্দে দৌড়ে এসে দেখি মেয়ে আদিফা নেই। এ সময় মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে খোঁজাখুঁজি করলেও কোথাও পাওয়া যায়নি।
আদিফার বাবা মো: আমিনুর ইসলাম জানায়, ‘মাঝেমধ্যে আমার বাড়িতে অলৌকিকভাবে বিভিন্ন জায়গায় আগুন লাগতো যার উৎস খুঁজে পেতাম না। এমনকি ট্রাংকের ভিতরে রাখা কাপরে, ঘরের বেরাতে ও চেয়ারে আগুন লাগানোর ঘটনাও ঘটে। তবে এটা পরিকল্পিত হত্যা নাকি অলৌকিক ঘটনা, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।’
ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানা পুলিশ তদন্ত চালিয়ে নিজ বাড়ির পেছনে সেফটি ট্যাঙ্কি থেকে শিশুর লাশ উদ্ধার করে।
ঘটনানার বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে শিশুর বাবা-মাকে জিজ্ঞাসাবাদের তালিকায় রাখা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা