উত্তরের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত নেতার
- রংপুর ব্যুরো
- ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬
উত্তরের শীতার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রংপুর মহানগর জামায়াতের ওয়ার্ড পর্যায়ে শীতবস্ত্র বিতরণের সময় এই দাবি জানান তিনি।
মহানগর জামায়াতের ১৯, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
নগরীর আলহেরা ইন্সটিটিউট মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতি ছিলেন কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া। সঞ্চালনা করেন ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, প্রচার-মিডিয়া বিষয়ক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী প্রমুখ।
এ সময় জামায়াত নেতা মাহবুবুর রহমান আরো বলেন, আমাদের ভাই-বোনেদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করছি। এটা আমাদের কর্তব্য। সবাই যদি কর্তব্য পালন করি তাহলে এই শীতে কারো কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ। পরে তিনি শতাধিক শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা