০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

কুড়িগ্রামে আ’লীগের ২ নেতা গ্রেফতার

কুড়িগ্রামে আ’লীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে। এর আগে, সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য সুলতান আহমেদ (৪৯) এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক আইয়ুব আলী জোয়ারদার (৬০)।

পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা এই দু’নেতা এলাকায় ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরো জানায়, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন তাদের বিরুদ্ধে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, তাদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement