০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : আ’লীগ নেতা গ্রেফতার

স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ - ছবি : নয়া দিগন্ত

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ২টায় উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে তাকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আব্দুল মজিদ রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের মহেশা গ্রামের মরহুম কপিল উদ্দিনের ছেলে।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম সর্দার জানান, ‌গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, ভাঙচুর এবং হত্যাচেষ্টার ঘটনায় গত ২৪ অক্টোবর মামলা করেন ফারুক। ওই মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ আসামি। তাকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।


আরো সংবাদ



premium cement